সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে-নওগাঁয় মানববন্ধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:39 PM, 13 August 2021

খুলনাসহ সারাদেশে হিন্দুপল্লীতে দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা, লুটপাট ভাঙচুর ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠন। আজ সকাল ১০ টায় নওগাঁমুক্তির মোড়ের   সামনে এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করে তারা।

এসময় সারাদেশে হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি হিন্দু নির্যাতনের অন্যতম কারণ। দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার দাবি জানান বক্তারা। এছাড়া জাতীয় বাজেটে জনসংখ্যার সংখ্যার ভিত্তিতে বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সদস্য সচিব নিখিল চন্দ্র দাস,  বাদল, রাম,হিন্দু  যুব মহাজোটের নওগাঁ জেলা আহবায়ক সুবীর দাস,  যুব মহাজোটের সদস্য সচিব  স্বপন হালদার, যুগ্ম সদস্য  সচিব শুভ সরকার,ছাত্র মহাজোটের  আহবায়ক প্রথীক সরকার, সদস্য সচিব পঙ্কজ মুখার্জি, সহ আরো অনেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু ছাত্র, যুগ্ন আহবায়ক দীপু সাহা, সরকার যুগ্ন-আহবায়ক প্রসেনজিৎ, যুগ্ম সদস্য সচিব, অমৃতা মন্ডল, সুব্রত মন্ডল, আকাশ, মিঠুন, বিক্রম, নিলয়, আপন, সৌরভ, সৈকত, বাবলু, প্রতীক।

অনুষ্ঠানটি  দায়িত্বে ছিলেন হিন্দু যুব  মহাজোট জেলা কমিটির আহবায়ক সুবীর কুমার দাস।

আপনার মতামত লিখুন :