শ্যামপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত- শ্যামপুরকে ২-১ গােলে হারিয়ে হাড়িয়াদহ বিজয়ী

শ্যামপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত- শ্যামপুরকে ২-১ গােলে হারিয়ে হাড়িয়াদহ বিজয়ী

শেয়ার করুন

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অাজ রােববার (১৬ আগষ্ট) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শ্যামপুর ফুটবল একাদশকে ২-১ গােলে পরাজিত করে গাংনী উপজেলার হাড়িয়াদহ ফুটবল একাদশ।

খেলায় হাড়িয়াদহ ফুটবল একাদশের পক্ষে ২টি গােল করেন ওয়ালিদ হাসান ও হুসাইন। এবং শ্যামপুর ফুটবল একাদশের পক্ষে ১টি মাত্র গােল করে সাহাবুল ইসলাম জয়।

খেলাধুলা