শোক দিবস পালনে মেহেরপুরে জেলা ছাত্রলীগের আলোচনা সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:28 PM, 28 August 2020

মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে জেলা আওয়ামীলীগের সদস্য জামিরুল ইসলাম।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন। প্রধান আলোচক ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যাপক হাসানুজ্জামান মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, দপ্তর সম্পাদক মকলেছুর রহমান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন, মোনাখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী স্বপন, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাক ওয়ালিদ আল খাবির প্লাবন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাকিব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিকার নাইম বায়জিদ, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, নাসিরুল ইসলাম মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহাজান আলী, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব প্রমুখ। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু হত্যাকে ইতিহাসের অন্যতম কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের তিব্র সমালোচনা করেন বক্তারা। এসময় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :