শোকাবহ জেলহত্যা দিবস আজ

শোকাবহ জেলহত্যা দিবস আজ

শেয়ার করুন

আজ ০৩ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতার চার রাজনৈতিক সহযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। চার নেতাকে হত্যার এ দিনটি জাতীয় জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা।

অন্যান্য বছরের মত এ বছরও বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির সাথে শ্রদ্ধার সাথে শোকাবহ এ দিবসটিকে স্মরণ ও পালন করবে। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবারের কর্মসূচিসমূহ সীমিত পরিসরে পালন করবে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

দেশজুড়ে