শোকাবহ জেলহত্যা দিবস আজ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:44 AM, 03 November 2020

আজ ০৩ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতার চার রাজনৈতিক সহযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। চার নেতাকে হত্যার এ দিনটি জাতীয় জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা।

অন্যান্য বছরের মত এ বছরও বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির সাথে শ্রদ্ধার সাথে শোকাবহ এ দিবসটিকে স্মরণ ও পালন করবে। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবারের কর্মসূচিসমূহ সীমিত পরিসরে পালন করবে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন :