শেষ সময়ে গণসংযোগে ব্যস্ত হাফিজুর ইসলাম
আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাস্ত সময় পার করছেন,৮ নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে মোঃ হাফিজুর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনরাত ওয়ার্ডের বিভিন্ন এলাকার, অলিগলি ও পাড়া-মহল্লায় ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন।
ভোটারদের দ্বারে দ্বারে দোয়া, ভালোবাসা ও ভোট চাইছেন। ওয়ার্ডের রাস্তা-ঘাট, জলাবদ্ধতা দূরীকরণসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন উটপাখি মার্কা প্রতীকের হাফিজুর রহমান
ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহ্বান জানান তিনি।
নিরাপত্তা জন্য বেশিরভাগ এলাকায় সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। ওয়ার্ডকে আধুনিক করে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, ওয়ার্ড থেকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করেছি। আগামী দিনে ওয়ার্ডকে আরও উন্নত ও আধুনিক করে সাজাতে চাই।
ভোটের পরিবেশ সুষ্ঠু আছে উল্লেখ করে ১৬ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।