শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জুড়ানপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠি
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস- ২০২১ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ রবিবার দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন সহ ইউপি সদস্যগন, গ্রাম পুলিশ ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।
শোনো, একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী, বাংলাদেশ, আমার বাংলাদেশ।”
পনেরই অগাস্ট উনিশ শত পঁচাত্তর। বাঙালি জাতীয় জীবনের চরম বিপর্যয়ের মুহূর্ত। বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, শেখ রাসেল সহ সপরিবারে ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি বিশেষ গোষ্ঠী বঙ্গবন্ধুর কণ্ঠকে চিরতরে রোধ করবার ও তার আদর্শকে জাতীয় জীবন থেকে মুছে ফেলার অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু বাঙালি জাতীয় জীবনে বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা ও অনিবার্যতা সেই ষড়যন্ত্র, সেই অপপ্রয়াসকে নস্যাৎ করে দিয়েছে। আসুন। আমরা এই শোকের মাস কে স্মরণ করার পাশাপাশি শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন কে বাস্তবায়ন করি।আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।