শেখ কামাল ফুটবল টুর্ণামেন্টে গাংনী ও মেহেরপুর ফুটবল একাদশ মুখােমুখি হচ্ছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত টুর্ণামেন্টে একদিকে মুখোমুখি হবে গাংনী উপজেলা ফুটবল একাদশ অন্যদিকে মুখোমুখি হবে মেহেরপুর সদর উপজেলা ফুটবল টুনামেন্ট একাদশ।
এদিকে গাংনী উপজেলা ফুটবল একাদশকে বিজয়ী করতে গাংনী পৌরসভার মেয়র নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান,পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস।
এদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম গাংনী ফুটবল একাদশের খেলােয়াড়দের নিয়ে গাড়ি বহরে মেহেরপুর স্টেডিয়ামে পৌঁছেছেন।