শাহাবুব আলী স্মৃতি সংসদ কুষ্টিয়া শাখার উদ্যোগে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রয়াত শাহাবুব আলী স্মৃতি সংসদে করোনা ও লকডাউন কালীন দরিদ্র কর্মহীন মানুষের মাঝে কুষ্টিয়া শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৫ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার হাটসহরিপুর ইউনিয়ন জাসদ কার্যালয়ে ৫০ টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সভাপতি বীরমুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম মুকলু,জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন,জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আহাম্মদ আলী,কুষ্টিয়া জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা কারশেদ আলম,জেলা জাসদের কোষাধ্যক্ষ ও সাবেক কাউন্সিলার আক্তার হোসেন,স্মৃতি সংসদের সাধারন সম্পাদক দেওয়ান আখতারুজ্জামান,জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান,হাটসহরিপুর ইউনিয়ন জাসদের সভাপতি জনাব আবু তৈয়ব,সম্মিলিত সামাজিক আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য অনন্দিতা ইসলাম সারথী,এ কে আহাদ নান্টু,যুবনেতা শাকিল বাবু সহ স্থানীয় নেতৃবৃন্দ।