শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই… মেম্বর প্রার্থী সাংবাদিক লিটন মাহমুদ
শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন ইউপি প্রদ-প্রার্থী সাংবাদিক লিটন মাহমুদ।গতকাল সন্ধ্যায় আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী হিসে সে সকলের সমর্থন চেয়ে রাত্রী ১০টা পর্যন্ত আলোচনা করেন।মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ৪নং ওয়াডের মেম্বর প্রদ প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সর্মথন চেয়েছেন। এসময় গ্রামের গণমান্য ব্যাক্তিরা উপস্থিত থেকে তাকে আসন্ন নির্বাচনে মেম্বর প্রদ প্রার্থী হিসেবে সর্মথন করেন।
গ্রামের বেশ কয়েকটি পাড়ায় গণসংযোকালে নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করে যাবো। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। এ লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করি। উল্লেখ্য :আগামী এপ্রিল/মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।