শরতের নীল আকাশ
হাওলাদার বেলালঃশরতের নীল আকাশ, সাদা মেঘ ভাসে।
মনের রঙিন কোনে ভালোবাসা হাসে!
নীল আকাশে মেঘের ভেলা ভেসে ভেসে বেড়ায়;
এই বুঝি এলো হৃদয় কাশফুলের ছোঁয়া,
নীল আকাশে চেয়ে দেখি সাদা বক ওড়ে
কাশফুল শরতে রঙিন স্বপ্ন খোঁজে!
ভালোলাগা ভালোবাসার এখনই সময়,
খুঁজে ফিরি প্রেমময় শরতের সকাল;
রাগ অনুরাগের সময় এখন আর নয়-
কাশফুল তুলি চলো ঝিরঝির হাওয়ায়!
হাতে নিয়ে কাশফুল নরম পরশ,
একে দেই তোমার হৃদয় সুখের পরশ ;
চল আজ কথা বলি মেঘের সাথে-
নীল আকাশ তেমায় আমায় দেখে যে হাসে!
শরত এলে মনে আসে যখন সুখ
ফিঙে নাচে, কাশফুল ছাড়ায় আবির,
নীল আকাশে উকি দেয়, রোদের হাসি,
মেঘের ছায়াতলে শীতল পাটি!
৭/৯/২২,সময়ঃ রাত ১০.৩৪মি.