র্যাব-১২ এর অভিযানে গাঁজাসহ আটক-১
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় ৯’শ ৬০ গ্রাম গাঁজাসহ ছাকেম(২৯)কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ গাংনী ক্যাম্প।সোমবার(২৭ ফেব্রুয়ারি) সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার থেকে তাকে আটক করে।আটককৃত ছাকেম মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।গাংনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সিনিয়ার সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম ফারুক জানান, হাটবোয়ালিয়া বাজার দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯’শ ৬০ গ্রাম সহ মাদক কারবারি ছাকেমকে আটক করি।আটককৃত ছাকেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।