র্যাব-১২ অভিযানে ফেন্সিডিলসহ আটক-১
কুষ্টিয়ার দৌলতপুরের ৯৮ বোতল ফেন্সিডিলসহ আল আমিন মন্ডল(৩৯) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প। আটককৃত আল আমিন মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ানের জামালপুর গ্রামের ক্যাম্পপাড়া মৃত খেড়ু মন্ডল ছেলে।
মেহেরপুর(গাংনী) র্যাব-১২ সিপিসি-৩ ক্যাম্প কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান,কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের জামালপুর সাকিনস্থ এলাকায়”একটি মাদক বিরোধী অভিধানে ৯৮ বোতল ফেনসিডিলসহ আল আমিন মন্ডলকে আটক করা হয়। আটককৃত আল আমিন মন্ডল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাপূর্বক কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।