রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম-শ্রী সাধন কুমার দাস
করোনাভাইরাসে ভয়াল থাবায় সারা বিপর্যস্ত সারা বিশ্ব। বাংলাদেশ যুক্ত হচ্ছে প্রতিদিনই নতুন করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল। প্রতিদিনের যুক্ত হচ্ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর মিছিল। সংক্রমণ ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে,শুধু মাত্র ভারতীয় সীমান্তবর্তী মেহেরপুর গাংনী উপজেলা দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এর ধারাবাহিকতায় আজ শনিবার উপজেলার চর গোয়াল গ্রামে জীবানুনাশক ব্লিচিং পাউডার স্প্রে করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের চরগোয়ালগ্রাম গ্রামের স্বেচ্ছাসেবক গন।
চরগোয়ালগ্রাম ইয়ুথ ইউনিটের কো-অর্ডিনেটর তৌফিকুর আলম বাধন বলেন,গ্রাম আমাদের সুরক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যদি নির্লিপ্ত থাকি পুরো গ্রাম ঝুঁকিতে পড়ে যাবে,সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করা যাতে তার নিজের জীবন, পরিবার ও এলাকা সুরক্ষিত থাকে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সংস্থার মটমুড়া ইউনিয়ন সমন্বয়কারী শ্রী সাধন কুমার দাস বলেন,গ্রাম পর্যায়ে সংক্রমণ রোধে ও জনসচেতনতা বাড়াতে চরগোয়ালগ্রাম ইয়ুথ ইউনিটের উদ্যোগে
সচেতনতামূলক বার্তা প্রচার ও দোকান,মসজিদ সহ জনসমাগম জায়গায় জীবানুনাশক ব্লিচিং স্প্রে ও মাচা গুলোতে আগাছা বেধে দিয়েছে চরগোয়ালগ্রাম ইয়ুথ ইউনিটের সদস্যরা।তিনি আরো বলেন,রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম।