রেকর্ড ৬ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে মেহেরপুর
গতকাল সোমবার থেকে মেহেরপুরে শুরু হয় শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার মেহেরপুরে দেশের সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার ভোর ৬টায় মেহেরপুরে দেশের সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা নিচের দিকে নেমে আসায় মেহেরপুরে তীব্র শীত অনুভুত হচ্ছে। সকালের দিকে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছে না। তীব্র শীতে নিম্নআয়ের মানুষদের উপার্জন কমে গেছে। কৃষকেরাও আছেন দুশ্চিন্তায়।
এদিকে আবহাওয়া অফিস আজ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কমে যেতে পারে দিনের তাপমাত্রা।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়াও আগামীকাল গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।