রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:19 PM, 01 January 2022

মেহেরপুর রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে রংতুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করা হয়।

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের উদ্বোধন করেন। রংতুলি ডিলিজেন্ট একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন।

পরে সেখানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের সেখানে উপস্থিত ছিলেন। অন্য বছরের ন্যায় এ বছরেও বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সরকারকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :