যুবলীগের বলিষ্ঠ নেতৃত্বে গাংনী পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা হবে জাকির, কেন্দ্রীয় যুবলীগ নেতা

যুবলীগের বলিষ্ঠ নেতৃত্বে গাংনী পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা হবে জাকির, কেন্দ্রীয় যুবলীগ নেতা

শেয়ার করুন

বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিরুল ইসলাম জাকির বলেছেন, যুবলীগের বলিষ্ঠ নেতৃত্বে আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা হবে। পৌর ও উপজেলার যুবলীগের সকল ইউনিট নৌকা বিজয়ে কাজ করছে। আওয়ামী লীগের সাথে সমন্বয় রেখে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করবে যুবলীগ। ভোটের মাঠে যুবলীগের সরব উপস্থিতি এবং যুবলীগের বলিষ্ঠ নেতৃত্বে নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে।
আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্যের আগমন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বিপ্লব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পাশা, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, যুবলীগ নেতা রিন্টু, জাহাঙ্গীর আলম, ইন্টুরাজসহ যুবলীগ ও সাবেক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা