যদি ভালোবাস

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:43 PM, 10 June 2022

নদীর কাছে ছুটে যাই বারবার;
পেতে খোঁজ বিশাল জলরাশির!
কান পেতে শুনি কুলকুল ধ্বনি
জোয়ার ভাটার গল্প।

কখনো বা আর্তনাদ,চারিদিকে বিশাল জলরাশির;
নদীর কাছে বলা যায় জীনবের কল্পকাহিনী,
বলা যায় প্রেম,বিরহ,চাওয়া, পাওয়া-
ভালোবাসার গল্প!

কেন যানি তটিনী আমাকে টানে,
শেখায় ভালোবাসার মন্ত্র ;
খুঁজে পাই অনাবিল সুখের পরশ,
খুঁজে পাই, চাওয়া পাওয়ার অনুভূতি !

জীবনের আল্পনা আঁকতে হলে
ছুটে যাও তটিনীর কাছে-বলো তোমার আকুতি ;
ভালোবাসা ও সুখের পরশ পাবে তুমি
যদি ভালোবাস নদী!

লেখকঃহাওলাদার বেলাল

 

১০/০৬/২২,সময়ঃ৬. ৩৮মি.

আপনার মতামত লিখুন :