মোমিনুল ইসলাম জনতার ভাল বাসাময় সিক্ত হলেন
কামাল হোসেন খাঁনঃআসন্ন মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের নির্বাচনে প্রথমবারের মতো নৌকার প্রার্থী হয়ে মেহেরপুরের প্রবেশদ্বার নুতন দরবেশপুর এসে পৌঁছালে বারাদী অঞ্চলের আপামর জনতা চেয়ারম্যান প্রার্থী মোমিনুল ইসলাম মোমিনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচছা দেয়া হয়।
রবিবার বিকালে নুতন দরবেশপুরে অনুষ্ঠিত বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি।
মোমিনুল ইসলাম মোমিন প্রথম বারের মতো নৌকার প্রার্থী হয়ে তার নির্বাচনী এলাকা নতুন দরবেশপুর এসে পৌঁছালে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তিনি পায়ে হেঁটে গ্রামের সাধারণ মানুষকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে জানাতে বারাদী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আসলে সেখানে অপেক্ষারত নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে।