মোনাখালী ইউনিয়নে ডিজিটাল ম্যারাথন দৌড়ের পুরষ্কার বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির সার্বিক তত্ত¡বাবধানে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথন দৌড় ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে ডিজিটাল ম্যারাথন দৌড়ের সূচনা করা হয়। মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। মোনাখালী ইউনিয়নের শতাধিক দৌড়বিদ ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করেন।
৫ কিলোমিটার দৌড়ে মোনাখালী গ্রামের সায়েম ও শফিকুল ২২ মিনিটের মধ্যে সম্পন্ন করায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পুরষ্কৃত করা হয়। মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মফিজুর রহমান, রেজাউল হক, দূর্লুভ হোসেন, জহির উদ্দিন, সিরাজ উদ্দিন প্রমূখ।