মে‌হেরপু‌রের সো‌হেল রানার বিরু‌দ্ধে চাঁদাবাজীর অ‌ভি‌যোগ মিথ্যা প্রমা‌ণিত হওয়ায় হা‌মিদু‌ল হ‌কের দুঃখ প্রকাশ।

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:24 AM, 20 August 2020

সুবাহ সামা‌জিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হা‌মিদু‌ল হ‌ক মে‌হেরপু‌র সদর উপ‌জেলার টেংরামারী গ্রা‌মের সো‌হেল রানার বিরু‌দ্ধে সদর থানায় মোবাই‌লে যে চাঁদাবাজীর অ‌ভি‌যোগ ক‌রে‌ছিল তা মিথ্যা প্রমা‌ণিত হয়ে‌ছে । মে‌হেরপুর সদর থানার ও‌সি শাহ দারা খা‌নের নি‌র্দে‌শে গত সোমবার রা‌তে মে‌হেরপুর সদর থানা পু‌লি‌শের প‌রিদর্শক মো: রাসুল সামদানীর উপ‌স্থি‌তি‌তে তদন্ত ও‌সি আ‌মিরু‌লের রু‌মে আ‌লোচনা শে‌ষে স্থানীয়দের সাম‌নে আ‌পোস মীমাংসা করা হয়। এছাড়া গত শুক্রবার মে‌হেরপুর নিউজ অনলাই‌নে এবং শ‌নিবার দৈ‌নিক মাথাভাঙ্গা প‌ত্রিকায় বিবাদী সোহেল রানার বিরু‌দ্ধে চাঁদাবা‌জি দা‌য়ের করা অ‌ভি‌যোগ প্রত্যাহার ক‌রে নেন এবং চাঁদাবা‌জির সংবাদ প্রকাশ হওয়ায় বাদী মো: হা‌মিদুল হক দুঃখ প্রকাশ ক‌রেন।

আপনার মতামত লিখুন :