মেয়েদের নামে জমি দিয়ে বাবা এখন বাড়ি ছাড়া
মেয়েদের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর মেয়েরাই বাবাকে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে।
রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে আব্দুল মান্নান (৭০) স্ত্রীর মৃত্যুজনিত কারণে ৩ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আব্দুল মান্নান দ্বিতীয় বিয়ে করার ১ মাস আগে তার চার মেয়ে মাশুরা খাতুন, মিনারা খাতুন, ইতি খাতুন ও সালমা খাতুনের নামে বাড়িসহ জমি রেজিস্ট্রি করে দেন।
এদিকে জমি রেজিস্ট্রি করে দেয়ার পর থেকেই আব্দুল মান্নানের চার মেয়ে তাদের বাবার উপর অত্যাচার শুরু করে। রবিবার সন্ধ্যার পর চার মেয়ে মিলে তার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার পরপরই আব্দুল মান্নান রাস্তার পাশে অবস্থান গ্রহন করলে শতশত এলাকার মানুষ জড়ো হয়।
আব্দুল মান্নান জানান, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মেয়েদের অনুমতি নিয়ে আমি দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় বিয়ে করার আগেই আমি আমার চার মেয়ের নামে বাড়িসহ জমি রেজিস্ট্রি করে দিই। তারপরও মেয়েরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য দরুদ (মেম্বার) সহ স্থানীয়রা জানায়, এ ব্যাপারে সামাজিকভাবে কয়েকবার বসা হয়েছিল সেখানে আব্দুল মান্নানকে আনুমানিক দুই লক্ষ টাকা খরচে একটা বাড়ি করে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আব্দুল মান্নানের মেয়েরা এখন তা মানছেনা। এ ব্যাপারে আব্দুল মান্নানের ভায়ের ছেলেরা কথা বলতে গেলে ইতোপূর্বে তাদের নামে নারী নির্যাতনের মামলা করেছে আব্দুল মান্নানের মেয়েরা।