মেহেরপুুর যুবলীগের উদ্যোগে পথচারী ও পথশিশুদের মাঝে খাবার বিতরন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে পথচারী ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাসা আলি, সাবেক ছাত্রনেতা হিলন, যুবলীগের সদস্য ইয়ানুস আলী, মেজবাহ উদ্দিন, সাজাদুর রহমান সাজু, মহাবুব হাসান ডালিম, আমানুর রহমান সোহেল, শেখ সারাফত, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শহরের কোর্ট মোড়ে, নতুন পাড়ার মোড়ে, বাসস্ট্যান্ড এলাকায়, কলেজ মোড়ে, হাসপাতাল মোড়ে, বড় বাজার, কাথুলী বাসস্ট্যান্ড এলাকা খাবার বিতরন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।