মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপিকে বরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:35 PM, 23 January 2024

মেহেরপুর-২ (গাংনী) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) ডাক্তার এএসএম নাজমুল হক সাগরকে বরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টার দিকে গাংনী উপজেলা অডিটােরিয়ামে বরণ অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের গাংনী উপজেলা শাখা বরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনােয়ার হােসেন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি সিরাজুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগরকে ফুল দিয়ে বরণ করা হয়।
পরে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :