মেহেরপুর ১ ও ২ আসন থেকে ০৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:45 PM, 17 December 2023

৭৩ মেহেরপুর-০১ ও ৭৪ মেহেরপুর-০২ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন ০৫ প্রার্থী। আজ রোববার মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম হাসানের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলে তা মঞ্জুর করা হয়। মনোনয়ন প্রত্যাহার কারীরা হলো, ৭৩ মেহেরপুর-০১ আসনের জাকের পার্টীর সভাপতি মোঃ সাইদুল আলম। ৭৪ মেহেরপুর-০২ (গাংনী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,জাকের পার্টীর প্রার্থী শামসুদ্দোহা, ওয়ার্কার্স পার্টির প্রার্থী নুর আহমেদ বকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান মুকুল।

আপনার মতামত লিখুন :