মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টার সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা শামীম হাসানের নিকট থেকে ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদসহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরহাদ হোসেন ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্বপান। এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে। তিনি ২০১৫ সাল থেকে টানা দুইবার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।