মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এবার পূর্ণ মন্ত্রী হলেন।
মেহেরপুর-১ আসন থেকে ৩ বারের বিজয়ী সংসদ সদস্য ফরহাদ হোসেন আবারো মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন ফরহাদ হোসেন। ২০১৪ সালের প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পাঁচ বছর সফলভাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পর ৭ জানুয়ারি তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন লাভ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করে মেহেরপুর-১ আসন থেকে জয়লাভ করে সংসদ সদস্য হওয়ার হ্যাটট্রিক পূরণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর পরই বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভায় শপথের জন্য বুধবার সন্ধ্যার দিকে আমন্ত্রণ পান। প্রতিমন্ত্রী হিসেবে ৫ বছর দায়িত্ব পালনের পর তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামীকাল মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ শেষে দপ্তর বন্টন করা হবে।