মেহেরপুর-০২ আসন থেকে মনোনয়ন ফরম নিলেন ডা. সাগর


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-০২ (গাংনী) আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফ্রম সংগ্রহ করেছেন ডা. এ এস এম সাগর। আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন ডা. সাগর। ডাঃ এ এস এম নাজমুল হক সাগর বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি গাংনীর গণপরিষদের প্রায়ত সাবেক সদস্য সংসদ নুরুল হকের ছেলে। ডা. সাগর ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সরকারি চাকরি ছেড়ে করোনা কালীন সময় থেকে সাধারণ মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা এমপি সেলিনা আক্তার বানু,মটমুড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ছাত্রীগের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুস সামাদ সোহাগ, ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন, তিতুমির কলেজ ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শুভ আহম্মেদ, বামন্দী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি জিয়ারুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ইসতিয়াক আহম্মেদ, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিখন আহম্মেদ ও সাধারণ সম্পাদক শাহারুল ইসলামসহ নেতৃবৃন্দ।
আগামি ২১ নভেম্বর দলীয় এই মনোনয়নপত্র ক্রয় ও জমাদান কার্যক্রম শেষ হবে। এর পরেই কে পাবেন নৌকা প্রতীক তা চুড়ান্ত করবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।