মেহেরপুর সীমান্তে ইউএস ডলার উদ্ধার
মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার সকালে বিজিবি ৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ ডলার উদ্ধার করে। যার পরিমাণ ৩৩ হাজার ২০০ ডলার।
এব্যাপারে মেরপুর সদর থানায় একটি মামলা রুদ্র সাপেক্ষে উদ্ধারকৃত ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান জানান,
বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার পাচার হবে মর্মে সংবাদের ভিত্তিতে বিজিবি টহল জোরদার করা হয়। এ সময় এক ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি চালিয়ে চারটি বান্ডিলে ৩৩ হাজার ২০০ ডলার পাওয়া যায়। ডলারের মালিক ও পাছারকারীকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।