মেহেরপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত
মেহেরপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার রাত ৮টা ৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন জেলা।প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩.৬। উৎপত্তিস্থল পাবনার আটঘরিয়ায়। যা স্থায়ী ছিল ৩-৫ সেকেন্ড।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম জানান, আর ভূমিকম্প অনুভূতি হলে পরিবারের সবাই আত্মচিৎকার দিতে শুরু করে। পরে পরিবারের সদস্যরা নিরাপদ দেয় ফাঁকা স্থানে চলে আসে।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান,হঠাৎ জোরে জোরে ঘর নড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরে রাখা র্যাকের থালাবাসন কাঁপতে থাকে। এতে আতঙ্ক নেমে আসে।
গাংনী উপজেলার বামুন্দী গ্রামের সোহেল রানা বাবু জানান, এর আগেও আমাদের এলাকায় ভূমিকম্প হয়েছে। এর ভূমিকম্পের কম্পন ছিল শক্তিশালী। উঁচু উঁচু বাড়িঘর নড়ে গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।