মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই প্রাঙ্গনে প্রধান অতিথি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুজ্জামানের সভপিত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি লিউজা-উল –জান্নাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজি মোঃ আনিসুজ্জামান, মোঃ আব্দুল লতিফ । এছাড়া স্কুলের ছাত্র ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।