মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প
মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমায় মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বৃস্পতিবার সন্ধ্যা থেকে ইজতেমার মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পে ইজতেমায় আগত রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।ডা. এনামুল হক চিকিৎসা প্রদান করছেন। এর আগে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন উপস্থিত থাকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক রকি, শামীম, তারিকুল, উপক্রীড়া সম্পাদক এজাজ আহমেদ, ছাত্রলীগ নেতা রাতুল প্রমূখ।