মেহেরপুর সদর-মুজিবনগরে মহিলা মেম্বর পদে বিজয়ী শামীম আরা হিরা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:14 PM, 17 October 2022

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ০১ নং ওয়ার্ডে (মেহেরপুর-মুজিবনগর) বিজয়ী হয়েছেন মহিলা আওয়ামী লীগ নেতা শামীম আরা হিরা।
টেবিল ঘড়ি প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৯৬ ভোট। তার প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক মেম্বর নার্গিস আরা (মাইক) ৬২ ভোট ও উম্মে সালমা সুলতানা (ফুটবল) ৩ ভোট পেয়েছেন।

আপনার মতামত লিখুন :