মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে গরিব পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন মেহেরপুর জেলা প্রশাসক।
আজ সোমবার দুপুরে গহরপুর স্কুল মাঠে ৮০টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল আলম উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্বাস সহ বিভিন্ন নেতা বর্গ
ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে গরিব পরিবার ও দুস্থ পরিবারের সদস্যদের চোখে মুখে খুশির ছাপ অনেকটাই ফুটে উঠতে দেখা যায়। করোনাকালীন এমন সময়ে এই উপহার সামগ্রী পেয়ে এসব পরিবারের মাঝে ঈদের আনন্দ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন উপহার পাওয়া পরিবার ও দুস্থ পরিবারের সদস্যরা।
উপস্থিত গরিব পরিবারের প্রত্যেক সদস্যকে ৫ কেজি চাউল, ১লিটার সয়াবিন তেল, ও ১ কেজি চিনিসহ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com