মেহেরপুর শহরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে শিক্ষার্থীরা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:14 PM, 08 August 2024

মেহেরপুর শহরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর কলেজ মোড় থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সূচনা করা হয়। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ মোড় এলাকা থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলোর দু পার্শ্বে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন।শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের পর সরকারের পতন ঘটে।

এরপর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কেউ এগিয়ে না আশায় শিক্ষার্থীরা শেষ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। এই কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন :