মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেন সিলিন্ডারসহ ক্যানোলা ও মাস্ক প্রদান
করোনায় আক্রান্ত ব্যক্তিদের সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটেকে অক্সিজেন সিলিন্ডার সহ ক্যানোলা ও মাস্ক প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট কে ৭টি অক্সিজেন সিলিন্ডার,১৪ টি ক্যানোলস সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
মেহেরপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল সিলিন্ডার সহ অন্যান্য মালামাল গ্রহণ করেন। জেলা রেড ক্রিসেন্ট ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল জানান করোনায় আক্রান্ত ব্যক্তিরা যোগাযোগ করলে তাদের বাড়িতে গিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হবে। মেহেরপুর জেলা যুব রেড ক্রিসেন্টের ইউনিট প্রধান সোহাগে সময় সেখানে উপস্থিত ছিলেন।