মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির করোনায় আক্রান্ত রোগীদের মাঝে খাদ্য বিতরণ
মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চলমান লকডাউন ও কোভিড-১৯ আক্রান্ত অসহায় ও নিম্ন আয়ের রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মেহেরপুর জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল এবং মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা উপস্থিত থেকে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, চিনি তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।। এসময় যুব রেড ক্রিসেন্টের সোহাগ সহ রেডক্রিসেন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।