মেহেরপুর রিপোটার্স ক্লাবের দ্বিবার্ষীক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি পোলেন, সম্পাদক মিজান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:16 PM, 26 September 2024

মেহেরপুর রিপোটার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করা হয়েছে । আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর হোটেলবাজারস্থ রিপোটার্স ক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মাহবুবুল হক পোলেন (বাংদেশ প্রতিদিন ও গ্লোবাল টেলিভিশন) সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান আনন্দ টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ সভাপতি রাশেদ খান (দৈনিক জনবানি) যুগ্ম সম্পাদক এসআই বাবু (সময়ের সমীকরণ), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ( দৈনিক নবচেতনা), অর্থ সম্পাদক রাব্বি আহম্মেদ ( নাগরিক টিভি), প্রচার সম্পাদক লিটন মাহমুদ (দৈনিক সকালের সময়, ডেইলি ট্রাইবুনাল), দপ্তর সম্পাদক সোহান রেজা (দৈনিক আমার বাংলা) , নির্বাহী সদস্য সাঈদ হোসেন (ভোরের পাতা) হামিদুল ইসলাম ( দৈনিক মাথা ভাঙ্গা), সেলিম রেজা (দৈনিক নতুন সময়, জাগরণি টিভি) নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত লিখুন :