মেহেরপুর মেসডা এর উদ্যোগে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান
ফয়সাল হোসেন,মেহেরপুরঃমেহেরপুর মেসডা এর উদ্যোগে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে সমগ্র অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত বিষয়গুলো নিয়ে অতি গুরত্বপূর্ণ কর্মকান্ড পরিচালনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়ছে।
বুধবার সকালে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলেজ পড়ুযা ছাত্র সাব্বির আহমেদ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ তম বিসিএস ক্যাডার রিপন আলী
এসময় তিনি বলেন,বর্তমানে দেশে ১২টি শাখা নিয়ে সমগ্র অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত বিষয়গুলো নিয়ে অতি গুরত্বপূর্ণ কর্মকান্ড পরিচালনা করে আসছে বিদ্যানন্দ ফাউন্ডেশন মেহেরপুরের বৃহত্তম ছাত্র সংগঠন মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( মেসডা)। মেসডা ২০০৮ সাল থেকে কাজ শুরু করে। বর্তমানে প্রায় ৫০ টিরও অধিক সেক্টরে সেবা দিয়ে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীপঙ্কর দীপ্ত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবরিনা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়িদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়