মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে চেক বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:05 PM, 30 August 2021

মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৩০ নারী সংগনের মধ্যে সাধারন ও বিশেষ আনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টয় মহিলা বিষযক আধিদপ্তরের কার্যলয় প্রাঙ্গণে এ চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেক চেক বিতরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা সরকারের তরফ থেকে ব্যাপক প্রশিক্ষনের আয়োজন করেছি। যাতে করে আমরা তরুন যুবক যুবতিদের প্রশিক্ষনের মাধমে তাদের আত্ম কর্মসংস্থান ও দেশকে আত্মনির্ভরশিল করতে পারি। এর আগের কোন সরকার এভাবে কোন চিন্তা ভাবনা করেনি। মহিলা ও শিশু বিষয়ক আধিদপ্তরের অধিনে নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে ও তাদের আর্থিক ঋণসহ উৎপাদিত পন্য এখান থেকে বিক্রয়ের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে জেলাপ্রশাসক ড. মোহাম্মদ মনুসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালোক নাসিমা খাতু, পূর্ণভবা মহিলা সমিতির সাধারণ সম্পাদক নুর জান্নাত নিলাা, জাতীয় মহিলা সংস্থার চেয়ার ম্যান শামিম আরা হিরা প্রমুখ।

আপনার মতামত লিখুন :