মেহেরপুর ভ্রাম্যমাণ আদালতে কুলবাড়িয়া ইটভাটা মালিককে জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:02 PM, 18 March 2023

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও সড়কে মাটি ফেলে মানুষসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকেলে মেহেরপুর কাথলি সড়কের কুলবাড়িয়া ব্রিক্সের মালিক দিপুকে এ জরিমানা করা হয়। সেই সাথে সড়ক থেকে কাঁদা অপসারণ করে চলাচলের উপযােগী করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়ায় একটি ইটভাটায় মাটি বহনকারি গাড়ি দ্বারা মাটি ফেলে সড়কে বিঘ্ন ঘটাচ্ছে। এমন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা মালিক তাদের গাড়ি দ্বারা সড়ক দিয়ে মাটি বহন করে ইটভাটায় নিচ্ছে। ফলে সড়কে কাঁদা সৃষ্টি হচ্ছে। এমনকি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শনিবার এমন চিত্রের সত্যতা পাওয়া যায়। এসময় ইটভাটার মালিক সড়কে বিঘ্ন ঘটনাের বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জনগণের সার্বিক মঙ্গলের উদ্দেশ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় মেহেরপুর থানা পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।

আপনার মতামত লিখুন :