মেহেরপুর পৌর মেয়র রিটনের হস্তক্ষেপে জিয়ালা বিলের পানি অপসারণ
মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর জিয়ালা খালের পানি দীর্ঘ প্রতীক্ষার পর অপসারণ করা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় জিয়ালা খালের বাঁধ অপসারণ কাজের শুরু করা হয়েছে। এর আগে সেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজিব, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম প্রমূখ। পরে জিয়ালা বিলের পানি অপসারণ করার লক্ষ্যে বাঁধ কেটে দেন।
উল্লেখ্য, মেহেরপুরের কতিপয় ব্যক্তিরা জিয়ালা বিলে বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করার ফলে কালাচাঁদপুর ও উজলপুর মাঠের প্রায় এক হাজার বিঘা জমির চাষাবাদে ব্যাঘাত সৃষ্টি হয়। বাঁধ দিয়ে মাছ চাষ করার ফলে এলাকার চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল ওই বাঁধ অপসারণ করে আবাদি জমিতে চাষাবাদ করার। শেষ পর্যন্ত পৌর মেয়রের হস্তক্ষেপে বাঁধ অপসারণ করার পর জিয়ালা বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ায় এলাকাবাসীর আবাদি জমিতে চাষাবাদ করার সুযোগ পেয়ে এলাকাবাসীর আনন্দ প্রকাশ করেন।