মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
মেহেরপুর পৌরসভার নির্বাচনে ৪ মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৭ মে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পৌর মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা স্বোচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ও কাউছার আলী । এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়ন পত্র জমাদিয়েছেন। মঙ্গল বার ১৭ মে বিকাল সাড়ে ৫ টার পর রিটানিং কর্মকর্তা কবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন ইলেকট্রনিট ভোটিং মেশিনের মাধ্যমে মেহেরপুর পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল আনুযায়ী আজ ১৭ মে রিটানিংন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো। মেনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রত্যাহারের শেষ সময ২৬ মে এবং প্রতিক বরাদ্দ হবে ২৭ মে।