মেহেরপুর পৌরসভা ও ৪ টি ইউনিয়নে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদী হস্তান্তর
আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জমাদী হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।
বুধবার (১৫ জুন), মেহেরপুর পৌরসভা, সদর উপজেলার বারাদী, পিরোজপুর, আমঝুপি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে
মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জমাদী হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।
মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার ও রিটার্নিং অফিসার তারেক আহাম্মেদ এসব সরঞ্জাম বিতরণ করেন।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার জানান, মেহেরপুর পৌরসভা ও ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইতিমধ্যে আমাদের নির্বাচনী মালামাল বিতরণ শুরু হয়েছে। নির্বাচনী এলাকার ৬৩ টা কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া হয়েছে দুপুরের মধ্যেই।
তিনি বলেন, আমরা আশাবাদী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এ আশা আমাদের রয়েছে।
প্রশাসনিক কর্মরতরা জানান, নির্বাচনকে একটি উৎসব মুখর পরিবেশ তৈরী করতে সব ধরনের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।