মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন
মেহেরপুর পৌরসভার এলাকায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর পৌরসভা কার্যালয় চত্বরে ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থাকে পৌর এলাকার ভেকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের মিশন প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নম্বর ওয়ার্ডে সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডে এস এম প্রাথমিক বিদ্যালয়, ৫ নম্বর ওয়ার্ড বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ৮ নম্বর ওয়ার্ড মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ এবং ৯ নম্বর ওয়ার্ডের মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা কেন্দ্রে টিকা প্রদান করা হয়। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ২শ জন করে এটিকা দেওয়া হয়।