মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের ১০ম মৃত্যু বার্ষিকী
মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান মেয়র মাহ্ফুজর রহমান রিটনের বড় ভাই মিজানুর রহমান রিপনের ১০ম মৃত্যু বার্ষিকী আজ।
উল্লেখ্য ২০১১ সালের ১ এপ্রিল তৎকালীন পৌর সভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন শহরের হোটেল বাজারের রাজধানী ষ্টোরে বসে থাকা কালীন সময়ে সন্ত্রাসীরা তার উপর বোমা হামলা চালায়। তাতে রিপন, কাউন্সিলর কামরুজ্জামানসহ কয়েকজন আহত হয়।
আহত অবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে ঢাকা রেফার্ড করার পর ৮ এপ্রিল মিজানুর রহমান রিপনের মৃত্যু হয়। এদিকে মিজানুর রহমান রিপনের ১০ম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে তার পরিবারের পক্ষ থেকে দিনটি বিভিন্নভাবে পালন করছেন।