মেহেরপুর পৌরসভার সকল ওয়ার্ডে একযোগে মাদক বিরোধী অভিযান
মেহেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত চলে এ অভিযান। পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার এর নেতৃত্বে একযোগে এই অভিযানে আটক করা একজনকে। দুই গ্রাম হেরোইনসহ আটক হওয়া ওই যুবকের নাম নয়ন আলী (২৩)। সে মেহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম এর ছেলে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চলাকালীন সময়ে পালিয়ে যায় আরও অন্তত ডজন খানেক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি শাহ দারা খান। তিনি জানান, মঙ্গলবার বিকাল ৪ টায় শুরু হওয়া এই মাদক বিরোধী অভিযানে আটক করা একজনকে।
মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার। তিনি জানান, মেহেরপুরকে মাদক মুক্ত করতে জেলা পুলিশ সুপারের এই উদ্যোগ। মাদকের তালিকাভুক্ত ব্যক্তি ও মাদক মামলার আসামীর বাড়িতে আমরা অভিযান চালিয়েছি। পর্যায়ক্রমে মফস্বলেও চালানো হবে এই বিশেষ অভিযান।
মাদক বিরোধী অভিযানে অংশ নিয়েছিলো জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার পুলিশ। সাথে ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান।