মেহেরপুর পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:40 PM, 04 August 2021

মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চতুরপার্শে ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।

বুধবার পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নির্দেশে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অংশগ্রহণ করেন।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, বর্ষা মৌসুমেই ডেঙ্গু মশার উৎপত্তি বাড়ে, তাই জনসচেতন করার পাশাপাশি ডেঙ্গু মশা নিধনে পৌরসভা সক্রিয় রয়েছে। ডেঙ্গু মশা নিধনে মেহেরপুর সদর হাসপাতালে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। নিজের বাড়ি থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরুর আহবান জানিয়ে তিনি বলেন, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন তিনি।

আপনার মতামত লিখুন :