মেহেরপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বরণ ও সংবর্ধনা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:52 PM, 03 July 2022

মেহেরপুর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল মিলন আয়তনে নব-নির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বরণ ও সংবর্ধনা দেওয়া হয়।মেহেরপুর পৌরসভার সচিব জিএম ওবায়দুল্লাহথর সভাপতিত্বে ও মেহেরপুর অরনীর সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার সংবর্ধিত মেয়র মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের পত্নী আরিফা আক্তার, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। এ সময় কাউন্সিলর,মহিলা কাউন্সিলরসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আপনার মতামত লিখুন :