মেহেরপুর থেকে খুলনার সরাসরি বাস বন্ধ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:45 PM, 15 March 2021

মেহেরপুর থেকে খুলনা যাওয়ার একমাত্র মাধ্যম আর এ পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কালিগঞ্জ মালিক সমিতি। সোমবার ভোরের দিকে আর এ পরিবহন এর তিনটি গাড়ি মেহেরপুর থেকে খুলনা যাওয়ার জন্য রওনা হলে কালিগঞ্জ মালিক সমিতি কালিগঞ্জ থেকে মেহেরপুরে ফেরত পাঠায়।
জানা গেছে চুয়াডাঙ্গার সাথে ঝামেলার কারণে কোন গাড়ি কালীগঞ্জের উপর দিয়ে যেতে দিচ্ছেনা কালিগঞ্জ মালিক সমিতি। আর-এ পরিবহনের স্বত্বাধিকারী ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফাওয়ান আহমেদ রুপক বলেন, চুয়াডাঙ্গার সাথে কালিগঞ্জ মালিক সমিতির ঝামেলার কারণে কালীগঞ্জের উপর দিয়ে কোন গাড়ি যেতে দিচ্ছে না কালিগঞ্জ মালিক সমিতি।বিষয়টি দ্রæত সমাধানের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।

আপনার মতামত লিখুন :