মেহেরপুর ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মুক্ত রায়চৌধুরী পিপিএম সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেছেন।
রবিবার দুপুরের দিকে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃজামিরুল ইসলাম তাকে ইন্সপেক্টর ব্যাচ পরিয়ে দেন। এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী।
উল্লেখ, মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই সদ্য পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর মুক্ত রায়চৌধুরী পিপিএম ২০২০ সালের ১৭ই জুন মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যোগদান করেন।মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের যোগদান করার পর থেকেই তিনি তার সুকৌশল এবং দক্ষতা দেখিয়ে মেহেরপুরকে মাদক মুক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করে আসছে। গত এক বছরে তিনি একাধিক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন। এর আগে ২০১১ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক এবং ২০১২,১৩, ও ১৯ সালে তিন বার আইজিপি গুড সার্ভিস ব্যাচ অর্জন করেন।